বি আই ডব্লিউটি এর মাধ্যমে ড্রেজিং করে বালু উত্তোলনের বিরুদ্ধে মানবন্ধন

- আপডেট সময় : ০৩:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ১০ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাসির উদ্দিন ক্রাইম রিপোর্টার বরিশাল:- বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে বি আই ডব্লিউ টি এ নৌ-যানবাহন চলাচলের সুবিধার্থে ড্রেজিং প্রকপ্ল চালু করেন। জানাযায় উপজেলার মৌলভীহাট সংলগ্ন লঞ্চঘাট নাব্যতা সৃষ্টি হয়ে যান চলাচল চরম ব্যাহত হচ্ছে।তাই বি আই ডবিøউ টি এ নদী খনন করা জন্য ড্রেজিং ব্যবস্থা গ্রহন করেন। ৪ ই এপ্রিল উপজেলার মৌলভীহাট লঞ্চঘাটে স্থানীয় জনগনের উদ্যেগে শতশত সাধারন মানুষ নিয়ে একটি মানববন্ধন কর্মসূচী পালন করেন।
তাদের দাবী দীর্ঘদিন মেঘনা নদী ভাঙ্গনের ফলে অনেক গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে।বর্তমানে যদি ড্রেজিং করে বালু উত্তোলন করা হয় তাহলে তিনটি গ্রাম হুমকির মুখে।মানববন্ধনে বক্তরা বলেন উপজেলার শ্রীপুর,পশ্চিম ডাইয়া ও কালিকাপুর গ্রামের অনেকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।এজন্য বাকি ভিটেবাড়ি নিয়ে শান্তিতে বসবাস করতে চায়।
তাই ড্রেজিং করে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষে সুদৃষ্টি কামনা করেন। এ বিষয়ে স্থানীয় অনেকে বলেন নদীতে ড্রেজিং করা বালু নিয়ে ব্যবসার জন্য একটি প্রভাবশালী মহল পায়তারা করে আসছে। এ সময় স্থানীয় লোকজন আগামী রবিবার ড্রেজিং করে বালু উত্তোলন বন্ধে বরিশাল জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করবে বলে জানান।