মোঃইয়াছিন আরাফাত চট্টগ্রাম প্রতিনিধি
গতকাল শনিবার (২২ জুন) বিকেল ৫ টায় ফেরির সাথে নৌকার ধাক্কা লাগলে সাথে সাথে ৩ জন নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক একজনকে উদ্ধার করা হলেও বাকি ২ জন নদীতে তলিয়ে গেছে। ২০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরে ও এখনো (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) নিখোঁজ রয়েছেন তারা। শনিবার সন্ধ্যা থেকে ডুবুরির একটি দল তাদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযানে নিয়োজিত ছিলেন। গতকাল রাত আটটায় উদ্ধার স্থগিত হলেও আজ রবিবার (২৩ জুন) সকাল আটটা থেকে আবারো উদ্ধার অভিযান কার্যক্রম শুরু হয়। উদ্ধার অভিযানে থাকা সরোয়ার আলম বলেন, সকাল থেকে ডুবুরি দল আবারো উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে এখনো কারো খোঁজ মিলেনি।
বোয়ালখালীর পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, পল্লী বিদ্যুৎ কর্মী আশরাফ উদ্দীন কাজলসহ ২ জনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের উদ্ধার হয়েছে বলে বিভিন্ন বিভ্রান্তিমূলক পোস্ট করা হচ্ছে। যা সম্পূর্ণ গুজব।
এসব মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.