জাকারিয়া মোহাম্মদ ইমন:-
“কম জায়গা, শূন্য দূষণ—বাইসাইকেল আধুনিক বাহন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র্যালি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন) সকালে শতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে র্যালিটি আবাহনী খেলার মাঠ থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও খামারবাড়ি হয়ে পুনরায় আবাহনী মাঠে গিয়ে শেষ হয়।
ইনস্টিটিউট অব ওয়েলবিয়িং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সহ-আয়োজক হিসেবে ছিল উত্তরা সাইকেল কমিউনিটি, ফিমেইল সাইকেলার্স অব বাংলাদেশ এবং সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা। সভা সঞ্চালনা করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সহকারী প্রকল্প কর্মকর্তা মো. মিঠুন।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, “জাতিসংঘ ২০২৬ থেকে ২০৩৫ সালকে ‘টেকসই যাতায়াত দশক’ হিসেবে ঘোষণা করেছে। এই উদ্যোগের মাধ্যমে যানজটমুক্ত, নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমিয়ে আনা সম্ভব হবে। এ ক্ষেত্রে সাইকেল হতে পারে সবচেয়ে উপযোগী ও পরিবেশবান্ধব বাহন। তবে ঢাকা শহরে সাইকেল লেন থাকলেও এর সংযোগ নেটওয়ার্ক নেই। পাশাপাশি সাইকেলের খুচরা যন্ত্রাংশে অতিরিক্ত কর আরোপিত হওয়ায় সাধারণ মানুষের জন্য এটি সহজলভ্য হচ্ছে না। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান—এসব বাধা দূর করে সাইকেলের প্রসারে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।”
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস বলেন, “সাইক্লিস্টরা দীর্ঘদিন ধরে অবহেলিত। অথচ সাইকেল হতে পারে উন্নয়নের অন্যতম হাতিয়ার। এর ব্যবহার বাড়লে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—তিন স্তরেই ইতিবাচক প্রভাব পড়বে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনফিডেন্স মেমোরিয়াল হাই স্কুল, শরুব ইয়ুথ টিম, লাইফ সার্ভে বাংলাদেশ, ট্রান্সফর্ম ইকো কেয়ার, বিডি সাইক্লিস্ট, ঢাকা ইউনিভার্সিটি সাইক্লিস্ট, জনকল্যাণ ফাউন্ডেশন, পুলারটিন রাইডার্স, হেমন্ত সংগঠনের প্রতিনিধিসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.