সংবাদ শিরোনাম :
বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে গ্রীন ভয়েসের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:নীলফামারী শহরের বামনডাঙ্গা নদী রক্ষায় বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস, নীলফামারী জেলা শাখা।
রবিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। “নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও” মূল স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা নদী রক্ষার আন্দোলনে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা বলেন, নদী শুধু প্রাণের উৎসই নয়, টেকসই ভবিষ্যতেরও ভিত্তি। তাই নদী দখল, দূষণ ও অপরিকল্পিত ব্যবহার বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।
মানববন্ধনে উপস্থিত স্বেচ্ছাসেবীরা প্রতিজ্ঞা করেন—
“নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো।”