ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুমকীতে গাঁজা সেবনে বৃদ্ধকে এক মাসের কারাদণ্ড দুমকীতে ডেঙ্গুর ছোবলে প্রাণ হারালেন ছাত্র হিজবুল্লাহ নেতা জাকারিয়া র‌্যাবের অভিযানে নীলফামারীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক অভিযুক্ত গ্রেফতার চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু মা ইলিশ সংরক্ষন অভিযান/২৫ উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা বিশ্ব নদী দিবসে সাতক্ষীরায় নৌকায় মানববন্ধন শৈলকূপায় হচ্ছে প্রবাসী কর্মীদের বিশাল প্রশিক্ষণ কেন্দ্র! ৮০টি কেন্দ্রের মেগা প্রকল্পে ভিআইপি অগ্রাধিকার ঝিনাইদহে কৃষক দলের উদ্বেগে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রাংশ বিতরণ নতুন কুঁড়ি ও মার্কস অলরাউন্ডার কৃতিত্বে ফেনীর দুই শিক্ষার্থী কুতুবদিয়া কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

বিশ্ব নদী দিবসে সাতক্ষীরায় নৌকায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,সাতক্ষীরা:বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গত ২৮ সেপ্টেম্বর সাতক্ষীরা শহরের বাঁকাল ক্যানাল ব্রিজ দক্ষিণ পাশে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল— “নদী বাঁচলে দেশ বাঁচবে, পরিবেশ রক্ষা পাবে”। দিবসটিকে ঘিরে সাতক্ষীরায় গ্রহণ করা হয় এক ব্যতিক্রমী কর্মসূচি— নৌকায় মানববন্ধন।

নদীমাতৃক বাংলাদেশের নদীর অস্তিত্ব রক্ষার গুরুত্বকে নতুন করে মনে করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির সহযোগিতায় ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং এল আই ডি। বাস্তবায়ন করেছে সুন্দরবন ফাউন্ডেশন ও হেড সংস্থা।

নৌকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সভাপতি প্রফেসর মোজাম্মেল হোসেন। সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন দক্ষতার সঙ্গে অনুষ্ঠান পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।

কর্মসূচির প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব সালাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোঃ মহিজুর রহমান।

বক্তারা নদীর গুরুত্ব তুলে ধরে বলেন, নদী আমাদের প্রাণ ও প্রকৃতির মূল ভিত্তি। তাদের মতে, নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত করা এবং প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করা সময়ের সর্বাপেক্ষা জরুরি দাবি।

তারা আরও উল্লেখ করেন, নদী রক্ষায় স্থানীয় জনগণ, পরিবেশবাদী সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। বিশেষ করে, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নদী রক্ষার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। তাদের মতে, তরুণদের সচেতন করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের পরিবেশ সুরক্ষিত হবে।

বক্তারা জোর দিয়ে বলেন, নদী রক্ষা ছাড়া দেশের পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখা সম্ভব নয়। বিশ্ব নদী দিবসের এই কর্মসূচি নদী রক্ষার আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

বিশ্ব নদী দিবসে সাতক্ষীরায় নৌকায় মানববন্ধন

আপডেট সময় : ০৬:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,সাতক্ষীরা:বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গত ২৮ সেপ্টেম্বর সাতক্ষীরা শহরের বাঁকাল ক্যানাল ব্রিজ দক্ষিণ পাশে পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল— “নদী বাঁচলে দেশ বাঁচবে, পরিবেশ রক্ষা পাবে”। দিবসটিকে ঘিরে সাতক্ষীরায় গ্রহণ করা হয় এক ব্যতিক্রমী কর্মসূচি— নৌকায় মানববন্ধন।

নদীমাতৃক বাংলাদেশের নদীর অস্তিত্ব রক্ষার গুরুত্বকে নতুন করে মনে করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির সহযোগিতায় ছিল ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং এল আই ডি। বাস্তবায়ন করেছে সুন্দরবন ফাউন্ডেশন ও হেড সংস্থা।

নৌকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সভাপতি প্রফেসর মোজাম্মেল হোসেন। সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন দক্ষতার সঙ্গে অনুষ্ঠান পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।

কর্মসূচির প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব সালাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোঃ মহিজুর রহমান।

বক্তারা নদীর গুরুত্ব তুলে ধরে বলেন, নদী আমাদের প্রাণ ও প্রকৃতির মূল ভিত্তি। তাদের মতে, নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত করা এবং প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করা সময়ের সর্বাপেক্ষা জরুরি দাবি।

তারা আরও উল্লেখ করেন, নদী রক্ষায় স্থানীয় জনগণ, পরিবেশবাদী সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। বিশেষ করে, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নদী রক্ষার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। তাদের মতে, তরুণদের সচেতন করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের পরিবেশ সুরক্ষিত হবে।

বক্তারা জোর দিয়ে বলেন, নদী রক্ষা ছাড়া দেশের পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখা সম্ভব নয়। বিশ্ব নদী দিবসের এই কর্মসূচি নদী রক্ষার আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আশা করা হচ্ছে।