মোহাম্মদ মাসুদ;ঐতিহাসিক ১৭৯তম বিশ্ব এনেসথেসিয়া দিবস নানা আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে । এবারের প্রতিবাদ্য বিষয় হলো "জরুরী স্বাস্থ্য সেবায় অবেদনবিদ্যা। চমকে ও বিএসএ- সিসিপিপি ,চট্রগ্রাম শাখা এবং ডিপার্টমেন্ট অফ এনেসথেসিয়া ,পেইন এবং প্যালিয়েটিভ মেডিসিন এর উদ্যোগে দিবসটি উদযাপিত হয়েছে।
আজ ১৬ ই অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় চমেক নতুন একাডেমিক ভবনের নিচতলায় কনফারেন্স রুমে জমকানো আয়োজনে উদযাপিত হয়েছে।
ঐতিহাসিক দিনটির স্মরণে এবারো চট্টগ্রাম মেডিকেল কলেজ এর সকল পর্যায়ের এনেসথেসিওলজিস্ট এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর সকল পর্যায়ের চিকিৎসক এর উপস্থিতিতে বিএসএ-সিসিপিপি চট্টগ্রাম শাখার উদ্যোগে দিবসটি উদযাপিত হয় নানা ধারাবাহিক কার্যক্রমে।
নানা আনুষ্ঠানিকতার মধ্যে এ কেক কাটা,বেলুন উড্ডোয়ন এবং মনোজ্ঞ র্যালির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান এ প্রধান অতিথি হিসেবে অলংকৃত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর সুযোগ্য মেয়র
ডা: শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মেডিকেল কলেজ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলীম উদ্দিন , চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডা: জসিম উদ্দিন ,বিএসএ-সিসিপিপি কেন্দ্রীয় শাখার উপদেষ্টা ডা: আশরাফুল কবীর ভূইয়া ,ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি প্রফেসর ডা: তমিজউদ্দিন মানিক, এনডিএফ চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি ও চট্টগ্রাম ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ একেএম ফজলুল হক ড্যাব নেতৃবৃন্দ ডা: লিটন,ডা:ঢালী,ডা: ইমরোজ।আরো উপস্থিত ছিলেন ক্লিনিক মালিক এসোসিয়েশন এর সভাপতি ডা:এ কে এম ফজলুল হক,বিএসএ-সিসিপিপি চট্টগ্রাম শাখার সভাপতি প্রফেসর ডা: কামরুল হাসান,সেক্রেটারি প্রফেসর ডা: বাকি বিল্লাহ সবুজ, চট্রগাম মেডিকেল এর এনেসথেসিয়া, পেইন, পেলিয়েটিভ ও আইসিইউ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মোহাম্মদ হারুন অর রশীদ , ড্যাব চট্টগ্রাম শাখার নেতা ডাঃ ইফতেখার লিটন, ডাঃ ঢালী ও ডাঃ ইমরোজ, এনডিএফ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার নেতা ডাঃ মাহমুদুর রহমান ও ডাঃ কামরুল, বিএসএ-সিসিপিপি র চট্রগ্রাম শাখার অন্যান্য সদস্য বৃন্দ- ডা:আজিজুল হক, ডা:রেজাউল হক, ডাঃ কাউসার, ডা:মামুন, ডা:নাফিসা খাতুন,ডা:আব্দুল্লাহ আল মামুন ও ডা: ইসতিয়াক, পোস্ট গ্রাজুয়েশন ডক্টরস এসোসিয়েশন এর সেক্রেটারি ডা:মোনায়েম, সহ সভাপতি ডা: সোহাগ।
এবারের প্রতিবাদ্য বিষয় এর আলোকে আগামী ১৭ই অক্টোবর সন্ধ্যা ৭ টায় চট্রগ্রাম ক্লাবে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। জরুরী স্বাস্থ্য সেবায় অবেদনবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোভিড,ডেংগু এবং অন্যান্য সংক্রামক রোগের চিকিৎসায় কোভিড আইসিইউতে দায়িত্ব পালন, ট্রমা সার্জারীতে এনেস্থিসিয়া এবং এটিএলএস সেবা প্রদান, হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে গেলে সিপিআর প্রদান, ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী এনেসথেসিয়া এবং আইসিইউ সেবা প্রদান, যুদ্ধকালীন কিংবা মানবসৃষ্ট সংকটে হতাহত মানুষের এনেসথেসিয়া এবং আইসিইউ সেবা প্রদানসহ জরুরি স্বাস্থ্য সেবায় আত্মনিয়োগ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.