মোঃ আঃ কুদ্দুস খান,পিরোজপুর বিশেষ প্রতিনিধি:গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের অধীনে জেলেদের জীবন মান উন্নয়নের লক্ষে চাল,জাল,গরু ছাগল,মৎস্য লোন,ও প্রশিক্ষন দেওয়া হয়।এবং দেশীয় প্রজাপতির মাছ,শামূক সংরক্ষন উন্নয়নের লক্ষে জনবল নিয়োগ সহ অবৈধ জাল,বুচনা,গড়া,বেহুন্দী জাল পাতা থেকে জেলেদের বিরত রাখার তদারকি করা হবে মর্মে লক্ষ লক্ষ টাকা বেতন,যাতায়াত,বাবদ খরচ করা হয়।কিন্তু কোথায় তদারকি যারা তদারকি করবে তারাই উৎকোচের বিনিময় এগুলো করায়।কোন অভিযান পরিচালনার পূর্বেই অসাধু জেলেদের দালাল জানিয়ে দেয় তারা অভিযানে নামতেছে।
মোঃ ছগির তালুকদার একজন পেশাদারী জেলে জানান আজকের অভিজানে নামার পুর্বেই তুষখালী টু কচুবাড়ীয়া পর্যন্ত সকল অবৈধ জেলেরা অভিজানের খবর জেনে যায়।এ সকল বাধা অতিক্রম করে মঠবাড়ীয়া উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক অদ্য ০৯/০৯/২৫ ইং তারিখ আকশ্মিক অভিজান পরিচালনা করে বাধা,বেহুন্দী,চড়গড়া জাল জব্দ করে আগুনে পুরে বিনষ্ট করেন। মঠবাড়ীয়ার বিভিন্ন খাল বিলে অবৈধ বোডা,বাধা গড়া,চায়না জুয়ারী জাল দিয়ে খাল বিল আটকানো থাকলে ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করা হলে নেই কোন কার্যক্রম।তাই দিন দিন অন্যায় আর অভিচার বৃদ্ধি পাইতেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.