বিরিয়ানি খেয়ে হাসপাতালে আড়াই শতাধিক কৃষক

- আপডেট সময় : ০৫:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:
সাতক্ষীরার কলারোয়ায় ঢাকা নবাব বিরিয়ানি হাউজের বিরিয়ানি খেয়ে তিন গ্রামের নারী-শিশুসহ আড়াই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া কিছু রোগী স্থানীয় ক্লিনিকেও ভর্তি হয়েছেন।
এ ঘটনায় বিরিয়ানি হাউজের মালিক রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি রোগী সিরাজুল ইসলাম, ইকরামুল হোসেন ও মুন্নী খাতুন জানান, উপজেলার ২ নং জালালবাদ ইউনিয়নের সিংহলাল বাজারের ইউপি সদস্য আফতাবুজ্জামানের দোকানে শনিবার সকাল থেকে মাছের খাদ্য আগাতা ফিড কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার সিংহলাল, শংকরপুর ও বাটরা গ্রামের ১২০ জন ঘের ব্যবসায়ী মাছ চাষি অংশ নেন।
অনুষ্ঠান শেষে দুপুরে কলারোয়া বাজারের ঢাকা নবাব বিরিয়ানি হাউজ থেকে ১২০ প্যাকেট বিরিয়ানি এনে মাছ চাষিদের দেওয়া হয়। পরে চাষিরা ওই বিরিয়ানি বাড়িতে নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে খায়। এর কিছুক্ষণ পর থেকেই তাদের পেট ব্যাথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরবর্তীতে রাতে একে একে সবাই কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
আগাতা ফিস ফিডের ডিলার জালালাবাদের ইউপি সদস্য আফতাবুজ্জামান জানান, তাদের সম্মেলন শেষে কলারোয়া উপজেলার চৌরাস্তা মোড় ঢাকা নবাব বিরিয়ানি হাউস থেকে ১২০ প্যাকেট বিরিয়ানি নিয়ে সবাইকে দেওয়া হয়। সন্ধ্যার পর থেকে অসুস্থ হওয়ার খবর আসতে থাকে।
তিনি আরও বলেন, সম্মেলনে অংশগ্রহণ করাসহ তিন গ্রামের আড়াই শতাধিক নারী, পুরুষ ও শিশু ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়। বর্তমানে বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে বেড খালি নেই। তারপরও অধিকাংশ রোগীকে ভর্তি করা হয়েছে। বাকিদের সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঢাকা নবাব বিরিয়ানি হাউজের মালিক রবিউল ইসলামকে আটক করে। পরবর্তীতে অসুস্থ রোগীদের অবস্থা দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।