নীলফামারী প্রতিনিধি:বিনা কারণে কোর্টে হাজিরা দিয়েই সর্বশান্ত বিএনপি'র সকল পর্যায়ের নেতাকর্মীরা। কেউ ইউ বিক্রি করেছেন জমি, কেউ বিক্রি করেছেন মায়ের গয়না বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক।
তিনি বলেন, বিএনপিকে হেলা মনে করবেন না। সুযোগ বুঝে কোপ দেবেন না। আমরা কোপ খাওয়া মানুষ। আমাদের ধৈর্য রয়েছে। কেননা আমরা জেল খেটেছি। তবে ধৈর্যের বাঁধ একবার ভাঙলে বিএনপিকে দমিয়ে রাখার শক্তি আল্লাহ ছাড়া কেউ নেই।
মঙ্গলবার দুপুরে নীলফামারীর কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্বাচনী রোডম্যাপসহ বিভিন্ন দাবিতে এর আয়োজন করে জেলা বিএনপি।অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নাল আবদিন বলেন, হাসিনার অত্যাচার আমরা ভুলিনি। আমার মা খালেদা জিয়াকে বিনা কারণে ৫ বছর জেলে রেখেছেন। যুবদল-ছাত্রদলের চোখ উপড়ে ফেলেছে। হাত কেটে দিয়েছে। আমি কি এসব ভুলিতে পারি। এরপরও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে আল্লাহ-রাসুল ছাড়া পৃথিবীর কোনো শক্তিই বিএনপিকে ডোবাতে পারবে না।জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিন আওয়ামী লীগকে সহায়তা করেছে জামায়াত। দলটির সঙ্গে লং ড্রাইভে গিয়েছিল। তাদের সঙ্গে আঁতাত করে বিএনপিকে ডুবিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে বিনিময়ে কয়েকজনের ফাঁসি পেয়েছে দলটি।জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে জনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। সমাবেশে স্বাগত বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.