হায়দার, হাবিপ্রবি প্রতিনিধি:-
আওয়ামীলীগ সমর্থিত বিতর্কিত ভিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা৷
বৃহস্পতিবার (৮ই আগষ্ট) বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে ৬:৩০ মিনিটে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে এমন দাবি উত্থাপন করেছেন। এ সময় তারা স্লোগান দিতে থাকে দালালীর প্রশাসন চাইনা চাইনা, ভিসির পদত্যাগ করতে হবে পড়াশুনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিতে হবে।
স্লোগান শেষে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীরা বলেন,বিগত সময় গুলোতে সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগ নির্যাতন করেছেন বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসন তাদেরকে সমর্থন করেছেন, এবং নিয়োগ দুর্নীতি করেছেন তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রশাসন হিসেবে দেখতে চাই না। যারা ছাত্রলীগের ও আওয়ামীলীগের দালালী করেছেন এবং তাদের অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে তাদের পদত্যাগ চাই এবং ২৪ ঘন্টার মধ্যে এই ভিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা আরো কঠোর ভূমিকা পালন করতে বাধ্য হব। এছাড়াও তারা সাধারণ শিক্ষার্থীদের দ্রুত সময়ের মধ্যে হলে ফিরে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.