বিজিবি কর্তৃক আটককৃত ০৪ (চার) বাংলাদেশীকে জেল হাজতে প্রেরণ

- আপডেট সময় : ০১:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী (বিএসসি)হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্তে ভারতে অনুপ্রবেশকারী ০৪ (চার) বাংলাদেশী নাগরিককে আটক করেছেন বিজিবি।
শুক্রবার (১৮ জুলাই) ভোর ০৪:১০ ঘটিকায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন ৫০বিজিবি ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধীনস্থ হরিপুর ইউনিয়নের হরিপুর বিওপির সীমান্ত মেইন পিলার -৩৫৬ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দনগাঁও নামক স্থান হতে ০১। মো. মাইনুল ইসলাম (৩০), পিতা- মো. আনিসুর রহমান, গ্রামঃ পাহাড়গাঁও, পোস্ট- চৌরঙ্গী বাজার, থানাঃ হরিপুর, জেলাঃ ঠাকুরগাঁও কে অবৈধ অনুপ্রবেশের দায়ে হরিপুর বিওপির টহলটিম আটক করেন।
একই
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ০৫:০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর গোবিন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৪৬/৩ আর হতে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরে মাকরহাট নামক স্থানে ০৩ জন (পুরুষ)কে আটক করা হয়েছে। আটককৃত (২) মো. মাইনুল ইসলাম (৩৮), পিতা- মো. মুসলিম আলী
গ্রাম-ভাতুরিয়া, পোস্ট-কাঁঠালডাংগী,
থানা-হরিপুর,জেলা-ঠাকুরগাঁও (৩) মো. আশরাফুল ইসলাম (৪০), পিতা- মো. আজিজ মিয়া, গ্রাম-ঝাড়বাড়ি, পোস্ট-কাঁঠালডাংগী
থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও (৪) মো. বাবু মিয়া (৪৫),পিতা-আঃ লতিফ,গ্রাম-রসুলপুর, পোস্ট-লেহেম্বা, থানা-রানীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও কে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে প্রতিপক্ষ ৬৩/মাকরহাট বিএসএফ ক্যাম্পের টহলদল আটক করেন। পরবর্তীতে সীমান্ত পিলার.৩৪৬এর নিকট মাকরহাঠ নামক স্থানে অদ্য ১৯:১০ হতে ১৯:৩০ ঘটিকা পর্যন্ত বিএসএফ এর আহবানে কোম্পানি কমান্ডারের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃক আটককৃত ০৩ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেন। মোট ৪ (চার) বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে হরিপুর থানায় বিজিবির সোপর্দে হরিপুর থানার মামলা নং-০৮ , ll(l)(a) ধারায় ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ(ওসি) জাকারিয়া মন্ডল ।