বিগত ৬বছরে হিসাব-নিকাশে গরমিল রাণীশংকৈলে মুক্তিযোদ্ধা হাফেজিয়া মাদ্রাসার নতুন কমিটি গঠন

- আপডেট সময় : ০৬:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁয়ের রানিশংকৈলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনে মুক্তিযোদ্ধা মাদ্রাসার বিগত ৬ বছর পর ১১ বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৩১ বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
১৯ এপ্রিল শনিবার দুপুর ১২টার সময় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনে মুক্তিযোদ্ধা হাফেজিয়া মাদ্রাসার একটি ১১ বিশিষ্ট ও ৩১ বিশিষ্ট১টি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির গঠন করা হয়।
এ আহ্বায় কমিটিটি উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তানদের এবং স্থানীয় গণ্যমান্য দের নিয়ে এ কমিটিতে গঠন করা হয়।
উক্ত কমিটিতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে আহ্বায় করে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি করা হয়। এবং ৩১ বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি আগামী তিন বছরের জন্য করা হয়।
অপরদিকে অত্র মাদ্রাসার বিগত ৬ বছর যাবত হিসাব নিকাশে গর্ মিল থাকায় এ কমিটি গঠন করা হয়। উল্লেখ্য থাকে যে বর্তমান অস্থায়ী মাদ্রাসা পরিচালনায় কমিটির পক্ষে হাফেজ ক্বারী ইসমাইল হোসেন হাওলাদার .. সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম সহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের অদ্যাবধি ৬ লক্ষ ৫৫ হাজার টাকা হিসাব, নিকাশে বকেয়া হয়েছে । এ বিষয়ে তৎসময়ে পরিচালক হিসেবে রংপুর বেকারি স্বত্বাধিকারী কাছে মুক্তিযোদ্ধারা জানতে চাইলে তিনি হিসাব দিতে অপারগতা স্বীকার করেন। এদিকে এ কারণে এ কমিটি থেকে খোদ সাবেক প্রতিষ্ঠাতা মোবারক আলীর নাম কমিটি তে রাখা হয়নি মর্মে আলহাজ্ব মোবারক আলী অভিযোগ করে বলেন কেন রাখা হবে না। আমি এসব বিগত দুঃসময়ে একাই গঠন করেছি। এ নিয়ে তিনি উচ্চস্বরে বাক-বিতণ্ডটা শুরু হয়। এবং আগামী শনিবারে একটি আল্টিমেটাম করেন যা নিন্দনীয় বলে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসার কে জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবীন রহমান মুক্তিযোদ্ধাদের প্রতিশ্রুতি দেন এবং বলেন আপনারা নিশ্চিন্তে থাকুন। আগামী শনিবার আমি সরেজমিন পরিদর্শন করবো।