বিগত ১৬ বছরের ফ্যাসিষ্ট সন্ত্রাস আজ গনঅধিকার পরিষদের কান্ডারী

- আপডেট সময় : ০৯:৪৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার,মঠবাড়ীয়া পিরোজপুর:সন্ত্রাস কোন দলের নয়।এরা সুযোগ সন্ধানী পানকৌরীর মত খাল বিলে মাছ চুরিতে ব্যাস্ত।সন্ত্রাসী যারা তারা ও এভাবে ক্ষমতাশীন দলে অনুপ্রবেশ করে তাদের স্বার্থ হাসিল করে।
ইমরান খান রাসেল বাড়ী দাউদখালী।সভাপতি আওয়ামী মৎস্যজীবি লীগ।মঠবাড়ীয়া উপজেলা। বিগত ১৪,১৮,২৪ এর ফ্যাসিবাদী কালো নির্বাচনের ব্যায়ভার এই ইমরান খান রাসেল পরিচালনা করত।আর আনোয়ার ডাক্তার,ডাঃ রুস্তুম ফরাজী শামীম,আশ্রাফের নিকট থেকে টেন্ডার,মৎস্য অফিসের মাছের পোনা,গরু,ছাগল,জাল,খাল খননের স্কীম,নিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করত।আশ্রাফের চামচা হিসেবে লুটতরাজ,টেন্ডার বাজী,খুন খারাবী,বামনা সরকারী শত কুড়া জমি দখল এবং বাড়ীতে স্বর্নকমল আলীশান বাড়ী তৈরী তার মুল অপকর্ম।তার সঙ্গী
হিসেবে আছে ওমর ফারুখ (মূর্খ) যে মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগ,আবুল খায়ের ভান্ডারীয়া,আঃ জলিল পিরোজপুর এদের মাধ্যমে মৎস্য অফিস থেকে ভুয়া জেলে কার্ড তৈরী করে মৎস্য অফিসের দালালী,করিয়া আসিতেছে।ফ্যাসিষ্ট সরকারের পতনের পর এই দালাল এখন এই দালাল নুরার গন অধিকার পরিষদের কান্ডারী হিসেবে আত্মপ্রকাশ করে লুটতরাজ চুরি,টেন্ডার বাজী,মৎস্য অফিসের দালালী চুরি শুরু করিতেছে।মঠবাড়ীয়া বাসীর উচিত এই দালাল কে প্রতিহত করা উচিৎ।বহুরুপি দালালদের মঠবাড়ীয়া নিয়ে আর খেলতে দেওয়া হবেনা।