নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:-
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার একথা জানিয়েছেন।
দিদার জানান, মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আশপাশে বিকট শব্দে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে, ককটেল বিস্ফোরণের পর নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.