বিএনপির ৪৭ বছরের গৌরবগাথা স্মরণে দুমকীতে জাঁকজমকপূর্ণ আয়োজন

- আপডেট সময় : ০৭:৫১:১২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৮ বার পড়া হয়েছে

মোঃ সজিব সরদার,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকী উপজেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইউনিটের সভাপতি ও জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র সহযোগী অধ্যাপক ও ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য খন্দকার ইমাম হোসেন নাসির।
দুমকী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার সঞ্চালনা বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়ার সহ সহ সভাপতি মাওলানা মতিউর রহমান। সিনিয়ার যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার। সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু।
মুরাদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি তরিকুল ইসলাম। দুমকী উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার। সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হোসেন হাওলাদার। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল হক। সদস্য সচিব মাসুদ আলম মৃধা। উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার । সদস্য সচিব সুমন শরিফ প্রমুখ
আলোচনা সভায় বক্তারা বলেন, “বিএনপি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে।” বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপজেলার আল মামুন সুপার মার্কেট নতুন বাজার, থানা ব্রিজ, পীরতলা বাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি উপজেলা বিএনপি’র পার্টি অফিসে এসে শেষ হয়।
অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সংগঠনের ব্যাপক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।