বিএনপির ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম

- আপডেট সময় : ০৯:৪৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি,যশোর:যশোর জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমকে কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন।
এর আগে যশোর জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। বয়সজনিত কারণে রাজনীতি থেকে সরে অন্য নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেন। তবে নতুন চমক দেখিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা জানিয়েছেন, কঠিন সময়ে দলকে ধরে রাখার পুরস্কার হিসেবে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক নার্গিস বেগম।
নার্গিস বেগম বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের পত্নী ও বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মা।
রাজনৈতিক পরিবারের সন্তান অধ্যাপক নার্গিস বেগম স্কুলজীবন থেকেই রাজনীতির সহচর্যে ছিলেন। ‘৬০-এর দশকে আইয়ুববিরোধী ছাত্র আন্দোলনে যোগদানের মধ্য দিয়ে রাজনীতিতে তার আনুষ্ঠানিক প্রবেশ। বিএনপির জন্মলগ্ন থেকে সম্পৃক্ত হন দলটির সঙ্গে। শিক্ষকতাজীবনে আনুষ্ঠানিকভাবে দলের পদপদবী গ্রহণ না করলেও সক্রিয় ছিলেন বিএনপির নেতৃত্বে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোর পর থেকে দক্ষিণ অঞ্চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা ঝড় বয়ে চলছে।