নিজস্ব প্রতিবেদক:-
দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা আনতে আট বিভাগে অভিযান পরিচালনা করেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা-বিআরটিএ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনভর এই অভিযান চলে। যা চলমান থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত।
মূলত ঈদ শেষে ধারাবাহিক সড়ক দুর্ঘটনা বাড়ায় এই অভিযানের সিদ্ধান্ত নেয় বিআরটিএ। ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আট বিভাগে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনা করবেন।
বিআরটিএ বলছে, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন, করিমন, থ্রিহুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও দ্রুত গতির বিরুদ্ধে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত।
বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আট বিভাগে সারা দেশের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪০৬টি মামলা দায়ের করা হয়েছে। নানা অপরাধে ৭ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া ৯টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। বিআরটিএ উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.