বায়েজিদে নিহত ১,আহত ২০ দুই গ্রুপের সংঘর্ষে

- আপডেট সময় : ০৮:৫৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ:-
চট্টগ্রাম: নগরীর বায়েজিদ থানাধীন শিকারপুর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ২০ জনের অধিকএতে আহত হয়েছে বলে জানা যায়।
২৯ আগস্ট (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে সিএমপির বায়েজিদ থানার নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে। এতে দুজন ভিকটিম মাটিতে পড়ে রয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন বলে জানা যায়।
হাটহাজারী মদুনাঘাট তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (আইসি) মহিউদ্দীন সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। তিনি জানান,সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
দুজনেই একই এলাকার বলে
পরিচয়ে জানা যায়। একজনের নাম মো. আনিস (৩৮)। তিনি পশ্চিম কুয়াইশ এলাকার ওসমান আলী মেম্বারের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে। অপরজন হাটহাজারী ১৪নং শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ (বিল্লা বাড়ি) এলাকার মৃত মো. রফিকের ছেলে মাসুদ কায়ছার (৩২)। বলে জানা যায়।
অপর সূত্র বলছে, কুয়াইশ বুড়িশ্চর শেখ মো. সিটি কর্পোরেশন কলেজ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত অনেকেই চট্টগ্রাম এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন। কেন কি কারণে কি নিয়ে তাঁদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
ঘটনাটি বায়েজিদ থানা এলাকায় হলেও এরিয়াটি দেখাশুনা করে হাটহাজারী থানাধীন মদুনাঘাট ফাঁড়ি এলাকা।বায়েজিদ থানা পুলিশ সূত্রে জানা যায়।