সংবাদ শিরোনাম :
বাবা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

” বাবা ”
কবি আনিছুর রহমান হৃদয়
=================
সুপ্রভাতে জেগে বাবা
প্রতিদিন তোমায় ডাকি,
তুমি ছাড়া কেমন করে
একলা আমি থাকি।
তোমার স্নেহ ভালোবাসায়
ছিলো আমার সুখ,
আজ তুমি নাই পাশে বাবা
শূন্য আমার বুক।
বেঁচে আছি কষ্ট নিয়ে
মায়ার ভূবন কূলে,
অভাব নামের দানব বাবা
পুড়ছি তিলেতিলে।
সুখের অভাব মনে বাবা
অশান্তির অভাব নীড়ে,
আর পারছিনা থাকতে
আমি আনিছ কষ্ট নামের ঘরে।
তৌফিকুর রহমান তাহের
দিরাই-শাল্লা প্রতিনিধি:
প্রকাশকাল:০৮-০৯-২৫ ইংরেজি।