নিজস্ব প্রতিবেদক : আশরাফ
বান্দরবানের থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। তবে কাদের মধ্যে এই গোলাগুলি, তা পরিষ্কারভাবে জানা যায়নি। স্থানীয়রা বলছে, পুলিশ বা বিজিবি সদস্যদের সঙ্গে গোলাগুলিতে জড়িয়েছে কেএনএফ সদস্যরা।থানচি বাজার উপজেলা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো বলেন, ‘থানচি এলাকায় এখন বিদ্যুৎ নেই। ঘোর অন্ধকারের মধ্যে বাজার এলাকায় প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। কেএনএফ সন্ত্রাসীরা গুলি করতে করতে থানচি থানার দিকে অগ্রসর হচ্ছে।’একই কথা বলেছেন স্থানীয় ব্যবসায়ী রতন মারমা। তিনি বলেন, ‘প্রচণ্ড গোলাগুলির শব্দ ভেসে আসছে।’তারা জানান, রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলির শব্দ শুনতে পান তারা।থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। সশস্ত্র সংগঠনের সঙ্গে পুলিশ ও বিজিবির প্রচণ্ড গোলাগুলি চলছে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) গোলাগুলি চলছিল।তবে বাজারে পুলিশ-বিজিবির সঙ্গে কাদের গোলাগুলি চলছে, সেটা নিশ্চিত করতে পারেননি ইউএনও।এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসেন মো. রায়হান কাজেমি ও থানছি থানার ওসি জসিম উদ্দিনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা ফোন ধরেননি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.