মোঃ তৌহিদ ইসলাম বাপ্পি
খুলনা দৌলতপুর প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় তিন জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। জানা যায়, খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পিছন দিক থেকে ইঞ্জিন-চালিত একটি ভ্যানকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মো. সাইদ মোড়ল (৪৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন চালকসহ ৪ জন।
আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মো. আজাদ ও মো. মনি নামের আরও দুই জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাগেরহাট জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার জানান, ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.