বাগেরহাটে ইজিবাইক চালকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

- আপডেট সময় : ১১:১৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

মোঃতৌহিদুর রহমান, ক্রাইম রিপোর্টার, যশোর :-
বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার (১৩ মে) সন্ধ্যায় আমতলা বাজারে ইজিবাইক চালকের ছুরিকাঘাতে ব্যবসায়ী আল ইমরান খান (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত ইমরান খান ইন্দুরকানি উপজেলার চরনীপত্তাশী গ্রামের সামাদ খানের ছেলে।
জানা গেছে, ইমরান খান একটি ভ্যানে করে কিছু শুপারি বিক্রির জন্য মোরেলগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় ইজিবাইক চালক বলইবুনিয়া গ্রামের সেলিম শেখের ছেলে আহাদ শেখের সাথে তুচ্ছ ঘটনায় তর্ক হয়। এক পর্যায়ে আহাদ শেখ ইমরানের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত তাসনিম তাকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন দৈনিক বাংলাদেশর চিত্র নিউজ কে বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবক বাগেরহাট সদর হাসপাতালে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশের একধিক দল পৌঁছেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।