স্টাফ রিপোর্টার:-
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের (লেভেল ৩, সেমিস্টার ২) শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মেলন কক্ষে ওই কিটবক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ।
জানা যায়, অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের দশ জন বিদেশী শিক্ষার্থীসহ মোট ১৯৮ জনের মাঝে কিট বক্স বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধানের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে কিট বক্স তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভানা ফার্মার মার্কেটিং বিভাগের প্রধান ডা. মানিক চন্দ্র পাল। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ও উপস্তিত ছিলেন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়সমীন বারিসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও ৫৯ ব্যাচের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, ভেটেরিনারিয়ানদের সার্জিক্যাল কিট বক্স ব্যবহারে দক্ষতা বাড়াতে হবে। একজন সফল ভেটেরিনারি ডাক্তার অবশ্যই কিট বক্স সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। সময়ের সদ্ব্যবহার করার মাধ্যমে সফলতার শিখরে পৌঁছাবে গর্বিত ভেটেরিনারিয়ানরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.