বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল শেষে উপাচার্যের ভবনের সামনে গেলে সোনালী দলের শিক্ষকদের বাঁধা ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ সময় প্রক্টরকে জানানো হলে তিনিও অসৌজন্যমূলক আচরণ করেন।
রবিবার সকাল ১১টায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল শেষে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও তার অনুসারীরা আন্দোলনে বাঁধা দেয়।
এ সময় ১ দফা দাবির আন্দোলন না করতে বলেন ছাত্রলীগের নেতা কর্মীরা।
সোনালী দলের জরুরি মিটিংয়ে শিক্ষকরা দাবি জানায়, আন্দোলনে শিক্ষকদের নাজেহাল করেছে ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও তার অনুসারীরা। এ সময় প্রক্টরের আচরণের প্রতি তীব্র নিন্দা ও ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি।
এ বিষয়ে অধ্যাপক ড. তাহসিন ফারজানা বলেন, ক্যাম্পাসে সমাবেশ শেষে শিক্ষকদের অনেকেই শহরে চলে যাবে বলে রওনা দিচ্ছিলো। এদিকে মহিলা শিক্ষকরা ক্যাম্পাসে মুক্ত মঞ্চের সামনে দাঁড়ানো ছিলো। এমন সময় অডিটোরামের দিক থেকে ২০-২৫ জনের মতো ছাত্র হাতে লাঠি ও রড নিয়ে দৌড়ে আসে। তারপর তারা অকথ্য ভাষায় গালাগালি করে ও আমাদের লাঞ্ছিত করে।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদকে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.