বাকৃবি প্রতিনিধি:-
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কয়েকটি আবাসিক হলে বহিরাগতদের ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বাসভবনে হামলা ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পদত্যাগের পর বাকৃবি ও এর আশেপাশে আনন্দ মিছিল শুরু হয়। এর ফাকে কিছু বহিরাগত বিশ্ববিদ্যালয়ের আবাসিক কয়েকটি হলে লুটপাট চালায়।
প্রাথমিকভাবে জানা যায়, শহীদ নাজমুল আহসান হল থেকে প্রায় ২২ টি, বঙ্গবন্ধু শেখ মুজিব হল থেকে ২ টি বাইক ও সাইকেল চুরি হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের কক্ষ ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও বিভিন্ন আবাসিক হলের নিচতলার বেশকিছু কক্ষ ভাংচুরের ঘটনা ঘটে। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলামের বাসভবনে ভাংচুর ও আগুন লাগার ঘটনা ঘটে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কার্যালয় ও ক্যাম্পাসের বিভিন্ন ম্যুরল ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের শিক্ষকবৃন্দের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. এম হারুন-অর-রশিদ বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আমরা বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করে এসেছি। পরিস্থিতি যেহেতু নাজুক, পুলিশকে ফোন দেওয়ার পরও তারা ফোন ধরেনি। তাই আমাদের সোনালী দলের শিক্ষকবৃন্দ আবসিক হলগুলো দেখাশুনার দায়িত্ব নিয়েছেন। ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.