বাকৃবিতে দ্বিতীয় দিনের মতো কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ০৪:৫৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে

জাহিদ হাসান, বাকৃবি প্রতিনিধিঃ
সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবারও মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।সোমবার (১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চের সামনে ওই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমতা প্রত্যেকের সাংবিধানিক মৌলিক অধিকার উল্লেখ করে কোটা পদ্ধতি পুনর্বহালকে সংবিধানের লংঘন বলে মন্তব্য করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারি চাকরির ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বিলুপ্তি না হলে ছাত্র সমাজ কঠোর থেকে কঠোরতর আন্দোলন করবেন বলেও হুশিয়ারি দিয়েছেন তারা। এর আগে গত ১০ জুন বাকৃবির প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, কোটা পদ্ধতির নামে বৈষম্য সারা বাংলাদেশের ছাত্রসমাজ কখনোই মানবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে চাকুরির ক্ষেত্রে সুযোগের সমতার কথা বলা হয়েছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। কিন্তু কোটা পদ্ধতির পুনর্বহাল সংবিধানের লঙ্ঘন। তাই সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতির বিলুপ্তি না হলে ছাত্রসমাজ ছেড়ে কথা বলবে না। আগামী ৪ জুলাইয়ের রায় সারা বাংলার ছাত্র সমাজের যৌক্তিক দাবির বিরুদ্ধে গেলে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তুলবো।