সংবাদ শিরোনাম :  
                            
                            বাইপাস রোডে মিস্টির দোকানে ওজনে মাল কম
																
								
							
                                
                              							  নিজেস্ব প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
 

পল্লব স্বর্নকার- স্টাফ রিপোর্টার খুলনা।
খুলনা জেলার বাইপাস রোড সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ওজনে মাল কম দেয় টাকা বেশি নেই তার পরাক্ষ সাক্ষী আমি নিজে। আমার কাছে মিস্টির কেজি এক দাম  চাইছে পরে ওজনে মাল কম দেছে পরে আমি বলি ওজন কম আছে বলে ২৪০ টাকার মিস্টি হইছে আমি বলি ১ কেজি হইনি তো তখন সে বলে ১ কেজি মিস্টি ২৬০ টাকা প্রথমে আমার কাছে চাইছে ২৪০ টাকা পরে ওজন কমে ধরা খেয়ে গেছে তখন ২৬০ টাকা দাম বলে এই দোকান থেকে সকলের অবগতির জন্য জানান্য যাচ্ছে যে কেউ ওই দোকানে ক্রয় করলে ওজন দাম ঠিক করে নিবেন।
ঠিকানা সাচিবুনিয়া রোড বাইপাস সড়কের পাশে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী।
																			
										
























