ডেস্ক প্রতিবেদন:-
বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের তত্ত্বাবধানে বাংলাদেশ স্পোর্টস ক্লাব ওমানের অভিষেক অনুষ্ঠান ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ওমানস্থ আল বারকা ইয়াসমিন গার্ডেন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সি.আই.পি।
স্পোর্টস ক্লাবের আহবায়ক মোহাম্মদ নুরুন্নবী শাহজাহানের সভাপতিত্বে ও বখতিয়ার উদ্দিন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইফতেখার হাসান চৌধুরী, আজিমুল হক বাবুল সি.আই.পি, আনোয়ার হোসেন, অজিত বরণ শীল, বীর মুক্তিযোদ্ধা নোমান, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ নুরু উদ্দিন,
মোহাম্মদ আরব মিয়া,
মোহাম্মদ এরশাদ, বাংলাদেশ স্পোর্টস ক্লাব ওমানের প্রতিষ্ঠাতা পরিচালক আব্বাস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি হানিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা নাজমুল হক। বক্তব্য রাখন
হানিফুল ইসলাম, সেলিম উদ্দিন, এস এস শুয়াইবুল হক বাবলু।
এছাড়াও, সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদুল আলম,
মুজিবুর রহমান, ওয়াহেদ আহাম্মেদ রাজন, মো: হারেছ, মো: রিয়াজ, মো: জমিল, মো: বাবর, মো: জামাল, মো: নবি, মো: আব্দুস সাত্তার, মো: আকবর আলী জয়, মো: কায়ছার, মো: মঈন উদ্দিন, মো: এনায়েত হোসেন মানিক, মো: সাব্বির, মো: ইমরান সরকার, মো: আইজ, মো: রফিক, মো: ইমরান মো: মোজাফফর, মো: কামাল, মোঃ দেলোয়ার, মোহাম্মদ মিশুমিয়া, মওলানা মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ রাশেদসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণির সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, এই অনুষ্ঠানটি বাংলাদেশ স্পোর্টস ক্লাব এর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হতে চলেছে, যা সংগঠনের ভবিষ্যৎ আরও শক্তিশালী পদক্ষেপের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আশা করি যে, কমিউনিটি একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, এবং এই অনুষ্ঠানটি সকলের মধ্যে উজ্জীবিত এবং সফল হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.