বাংলাদেশ সরকারী প্রাঃ বিঃ শঃ সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল সফল করার লক্ষ্যে জরুরী সভা এবং সিদ্ধান্তসমূহ

- আপডেট সময় : ০২:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

নিজেস্ব সংবাদদাতা:
বাংলাদেশ সরকারি প্রাঃবিঃশিঃ সমিতি র ত্রি-বার্ষিক কাউন্সিল সফল করার লক্ষে ঢাকাস্হ নাজনীন উচ্চবিদ্যালয় এন্ড কলেজে নির্বাহী পরিষদের জরুরীসভার সিদ্ধান্ত সমূহ—
১।সংগঠনের ব্যানারে সকল উপজেলা/থানায়,জেলায় জাতীয় শোক দিবস পালন করা।
২। ৫ অক্টাবর’২৪খ্রী:কাউন্সিলের তারিখ নির্ধারন।
৩।২০অাগস্ট’২৪খ্রী:র মধ্যে জেলা, উপজেলা কমিটি সমুহ অনুমোদন/নবায়নের জন্য প্রেরন করা।
৩।জেলা/উপজেলা/থানায় নমিনেশন ফরম প্রেরন নিশ্চিতকরনের লক্ষে ও বিভিন্ন পর্যায়ের কমিটি সমূহ কেন্দ্রে প্রেরন এবং অনুমোদনের ব্যবস্হা করার জন্য প্রতিটি বিভাগের জন্য সাংগঠনিক দায়িত্ব অর্পন করা হয়।
৪।নির্বাচন কমিশন অতিসত্বর নর্বাচনি তফসীল ঘোষনা করবেন(বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন কমিশন)।
৫।সভাপতি পদ প্রধান শিক্ষকদের মধ্যে সিমাবদ্ধ থাকবে।
৬।মহাসম্পাদক পদ সহকারি শিক্ষকদের জন্য সিমাবদ্ধ থাকবে।
৭।সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের টাইমস্কেল বাস্তবায়ন,চলতিদায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দ্রুত পদোন্নতির ব্যবস্হা করার জন্য প্রসাসনের দৃস্টি আকর্ষণ করে আগামিদিনের কাউন্সিল সফল করার জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের আহবান জানায়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করা হয়।