বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন তানোর উপজেলা শাখার পক্ষ থেকে আলোচনা ও ইফতার সম্পূর্ণ

- আপডেট সময় : ১০:৪৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার, রাজশাহী:-
আজ বৃহস্পতিবার ০৬/০৩/২০২৫ খ্রী: তারিখ, বিকেল ০৪: ৩০ মিনিটে “বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন” তানোর উপজেলা শাখা কমিটির উদ্যোগে রমাজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠান সু- সম্পূর্ণ হয়েছে। উক্ত অনুষ্ঠানটি আব্দুল্লাহ কমিউনিটি সেন্টার, তানোরে অনুষ্ঠিত হয়। আজকের এই বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আলোচনা সভায় তানোর উপজেলার কলেজ, মাধ্যমিক, দাখিল, প্রাথমিক, ইফতেদায়ী এবং কিন্ডারগার্টেনের পৃথক পৃথক সভাপতি এবং অনেক সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ফেডারেশনের সকল শাখার সভাপতি গণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সকল আলোচক শিক্ষক দের উক্ত ফেডারেশনের সাথে সম্পৃক্ত হয়ে সততার সহিত আদর্শিক ভাবে নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করে আদর্শ ছাত্র -ছাত্রী গড়ে তোলার তথা সৎ ও মেধাবী জনশক্তি তৈরি করার উদাত্ত আহ্বান জানান। উপস্থিত শিক্ষক গণ মনোযোগ দিয়ে আলোচনা শুনেন এবং কর্ম জীবনে তা বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
জানা যায় যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সারা দেশে শিক্ষক দের পাশে দাঁড়িয়ে যৌক্তিক দাবি আদায়ে কাজ করে চলছে। তানোর উপজেলা শাখার আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ কথা বলেন জনাব মাওলানা মো: সিরাজুল ইসলাম, সহ -সভাপতি- বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক কথা বলেন জনাব মাওলানা মোঃ আলমগীর হোসেন। প্রধান উপদেষ্টা – বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, তানোর উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন জনাব ডিএম আককাশ আলী, উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, তানোর উপজেলা শাখা।
আজকের এই মহৎ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল মালেক, সভাপতি – ‘বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন” তানোর উপজেলা শাখা। উক্ত সভায় সেক্রেটারি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলতাফ হোসেন। সব আলোচনা শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে সভাপতি জনাব মোঃ আব্দুল মালেক উক্ত ফেডারেশনের উন্নয়ন কামনা করে সভার সমাপ্ত ঘোষণা করেন।