বাঁশদাহ ইউনিয়নে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মশিউর রহমান বাবুর কুশল বিনিময় সভা

- আপডেট সময় : ১০:৪৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

জিএমআবু জাফর নিজেস্ব প্রতিনিধি:- গত ৩ই জুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মশিউর রহমান বাবু কুশল বিনিময় সভা অনুষ্ঠিত। এ সময়ে বাঁশদাহ ইউনিয়নের বিভিন্ন স্থানে কুশল বিনিময় সভা করেন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মশিউর রহমান বাবু বক্তব্য রাখেন তিনি বলেন আমি সাতক্ষীরা সদর উপজেলার সবার চেয়ারম্যান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ শরিফুজাম্মান (বিপুল),সাতক্ষীরা সদর উপজেলার সাধারণ সম্পাদক জাতীয় পার্টি, মো: নাছিম হোসেন,শেখ শাখায়েতুল্লা (পিপন),
মো: ইসমাইল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী। শেখ শরিফুল ইসলাম, সবাই এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আারও উপস্থিত ছিলেন মো: শাহাজাহান মেম্বার,
মো: বদ্দুরজাম্মান খোকা মেম্বার, মো: সাইফুল ইসলাম, মাওলানা মমতাজ উদ্দিন, মো: মোশাররফ হোসেন মেম্বার,মো: মিজানুর রহমান ৩নং ওয়ার্ড সেক্রেটারি জাতীয় পার্টি, মো: নাশিরউদ্দিন ৩নং ওয়ার্ড সভাপতি জাতীয় পার্টি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: শহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে রেইউর বাজার থেকে একটু দুরে গিয়ে এই রাধা মাধভ মন্দির,শ্রী সুবাস দাশ মন্দির কমিটির সভাপতি তিনি বলেন আমাদের শ্রী রাধা মাধভ মন্দির টাদিকে একটু লক্ষ্য করবেন। শ্রী রাধা মাধভ মন্দির দৃশ্যমান করার লক্ষ্যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব মশিউর রহমান বাবু বলেন আমি এই মন্দির দৃশ্যমান করার অঙ্গীকার বদ্ধ হলাম যাতে এই মন্দির পূর্ণাঙ্গ দৃশ্যমান করা যায়,সেই লক্ষ্যে আমি কাজ করব।