মোঃ সাগর হোসেন:-
শীতকালে বাংলাদেশের সবজি চাষীদের অন্যতম প্রধান ফসল বাঁধা কপি। তবে এ ফসল চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পোকামাকড়ের আক্রমণ। বাঁধা কপির ফসল ক্ষতির অন্যতম কারণ কপি লুপার, হীরাপোকা, ডায়মন্ড ব্যাক মথ এবং পাতা বিছা। এই সব পোকা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, নাহলে ফসলের ফলন এবং গুণগত মান হ্রাস পেতে পারে।
প্রধান পোকা ও তাদের ক্ষতি
১. কপি লুপার (Cabbage Looper): এ পোকার লার্ভা বাঁধা কপির পাতা খেয়ে ফেলে, ফলে পাতায় গর্ত হয়ে যায় এবং ফসলের গুণমান নষ্ট হয়।
২. ডায়মন্ড ব্যাক মথ (Diamondback Moth): এ পোকা পাতার নিচে ডিম পাড়ে এবং তাদের লার্ভা পাতার নিচের অংশ খেয়ে ফেলে। ফলে গাছ দুর্বল হয়ে যায় এবং ফলন কমে যায়।
৩. পাতা বিছা (Leaf Miner): পাতার নিচে ডিম পাড়ার পর লার্ভা পাতার ভেতর সুড়ঙ্গ তৈরি করে, যা বাঁধা কপির পাতা মরে যেতে বাধ্য করে।
পোকা দমনের কার্যকরী কৌশল
১. জৈব পদ্ধতি:
হাত দিয়ে পোকা ধরা:পোকাগুলো হাতে ধরে সরিয়ে ফেলার মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।
ফেরোমন ট্র্যাপ:ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে ডায়মন্ড ব্যাক মথের পুরুষ পোকার সংখ্যা কমানো যায়
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.