বহেরা মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার ২৯ শে অক্টোবর বিদ্যালয়ের অফিস কক্ষে ব্যালটের মাধ্যমে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়। ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ভোটার সংখ্যা ৭৪০ জন। তার মধ্যে ৩৬০ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোট প্রদান করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত বিরামহীন ভাবে সচ্ছ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। রির্টানিং অফিসারের দায়িত্বে ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, প্রিজাইটিং এর দায়িত্ব পালন করেন, দেবহাটা উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, সহকারী প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন, শেখ তহিরুজ্জামান, ইয়াকুব আলী ও তবিবুর রহমান, পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন, ফারুক হোসেন, জাকাত আলি ও আল মামুন। প্রশাসনিক সহযোগিতা করেন, দেবহাটা থানার পুলিশ সদস্য ফয়সাল ও আকরাম হোসেন এবং গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ব পালন করেন মাসুম হোসেন, মজিবর রহমান ও রহমতুল্লাহ। অভিভাবক প্রতিনিধি ৪ পদে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন- ১। কওছার আলী, ২। ডাঃ মনিরুজ্জামান, ৩। দেলোয়ার হোসেন বাবলু, ৪। মোঃ আজাফুর রহমান, ৫। মোঃ মনিরুল ইসলাম, ৬। রবিউল ইসলাম, ৭। শাহাদাত হোসেন। নির্বাচন শেষে প্রিজাইটিং অফিসার মিজানুর রহমান ফলাফল ঘোষণা করেন, শাহাদাত হোসেন ২২৯ ভোট মনিরুল ইসলাম ১৫২ ভোট রবিউল ইসলাম ১৫১ ভোট ও কওছার আলী -১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।



















