বসন্তপুর জেলে যুব সংঘের আয়োজনে তাফসীরুল কোরআন মাহফিল শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন নবনির্বাচিত চেয়ারম্যান আলফা

- আপডেট সময় : ১১:৪৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দীন বিশেষ প্রতিনিধিঃ- ৯ জুন ২০২৪ রবিবার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামে জেলে যুব সংঘের আয়োজনে ইউপি সদস্য আরমান হোসেনের নেতৃত্বে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক সদস্য ও দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। তিনি তার বক্তব্যে বলেন আমাকে ব্যানারের নাম অতিথি হিসেবে দেয়ার কোন প্রয়োজন নেই মুখে দাওয়াত দিলেই হবে এমন ব্যক্তির নাম ব্যানারে দিতে হবে তিনি যেন ধর্মীয় আলোচনা করতে পারে। মাহফিল হলে শুধু ফোনে বললেই চলবে দাওয়াত না দিলেও চলবে আমি জানতে পারলে সেখানে উপস্থিত হব ইনশাআল্লাহ। কেননা মানুষ সেখানে গেলে ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবে আল্লাহ ও আল্লাহর রাসূলকে চিনতে পারবে। তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন বসন্তপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল হক উক্ত মাহফিলে প্রধান আলোচ্যক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসেরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন তিনি তার বক্তব্যে তাফসীর করেছেন সূরা মারিয়াম থেকে নামাজ সম্পর্কে এবং জাহান্নামের ভিতরে গর্তের আজাব সম্পর্কে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুইবার নির্বাচিত উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা থানার তদন্ত ওসি মোস্তাফিজ দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাতিন বকুল, উক্ত মাহফিলে বসন্তপুরের যুবক কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের পরিবেশটা সুন্দর রেখে মাহফিলটা পরিচালনা করেছেন। এবং দেখা যায় হাজার হাজার ধর্মভীরু মাহফিল মাঠে হাজির হয়েছে। শ্রোতাদের মুখে মুখে আলোচনা শোনা যায় এরাকম সুন্দর মধুর সুরে কুরআনের তাফসীরের বাণী শুনলে আল্লাহর ভয় আসে, পথ হারা মানুষগুলো পথের দিশা পায়, এবং মানুষ আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে ফিরে আসে। তাফসির সোনা শ্রোতাগণ প্রধান বক্তা আব্দুল্লাহ আল আমিন এর জন্য সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কন্ঠটা ভালো রাখার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করে।