বসত ভিটে
মো: রাশেদুল ইসলাম (রাসেল)
বসত ভিটের পূর্ব পাশে চির শায়িত রয়েছে মোর পূর্ব পুরুষগণ
চারিদিকে বিস্তীর্ণ রহিয়াছে পুষ্পকানন ;
দখিনা বাতাসে মুগ্ধ থাকে আপন আলয়
বসন্তে ভেসে বেড়ায় পুষ্পের সুবাস নিরাময়।
বসত ভিটে অন্যত্রে মন নাহি যেতে চায়
সুখে-দুখে পালা পর্বনে বসত ভিটায় থাকিতে শান্তি পায়
কে পরিবে পায়ে শিকল তবো বাড়ি বিনদেশেতে
এ-মন নাহি চাহে যেতে অন্যত্রে;
শৈশব,কিশোর,যৌবন কাটিয়াছে যেখানে
সেই মাটিতে জন্মের দাগ লাগিয়েছে সেখানে।
সে মাটির স্পর্শের হৃদয় কাতর সারাক্ষণ
সেথায় পড়িয়া থাকে সুপ্ত আত্মার স্পন্দন,
এমন আপন আলয় আছে কোথায় মোর যানা নাই,
কবু বসত ভিটে ছেড়ে যাবো না ভাই।
জন্ম-মৃত্যুর মধ্যখানে বসত ভিটে আপন করিয়া লই সবে,
এ নশ্বর পৃথিবীর মায়া মমতা ছাড়িয়া চলিয়া যেতে হবে।
শুধু পড়িয়া রহিবে ভবের মায়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.