ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিগুচ্ছ ভর্তিচ্ছুদের সহায়তায় বাকৃবির বিশেষ বাস সার্ভিস এলাকার প্রভাবশালী নেতার কারণে বলি হতে যাচ্ছে নবদম্পতির নতুন জীবন মাদারগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলন বাতিলের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল  সাতক্ষীরায় এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণ, আদালতের নির্দেশে সদর থানায় মামলা জীবননগর থানাধীন শাহাপুর পুলিশ ক্যাম্প কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-০১জন চাঞ্চল্যকর অপহরণ পলাতক আসামী গ্রেফতার: ভিকটিম উদ্ধার রাণীশংকৈলে বৈরী আবহাওয়ার কারণে শাপলা রানীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরী হয়ায় পরীক্ষা দেওয়া হলো না ঝিনাইদহে বিনামূল্যে পাট বীজ ও সার পেলেন ৮’শত কৃষক জাতীয়তাবাদী তরুণদল রংপুর বিভাগীয় পূর্ব কমিটি বিলুপ্তি ও নতুন কমিটির অনুমোদন সম্প্রীতির কালিগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন কালিগঞ্জবাসী

বশেমুরকৃবির আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ড. তোফাজ্জল

নিজেস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে

বাকৃবি প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক)পদে দায়িত্ব গ্রহণ করেছেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই)-এর প্রতিষ্ঠাকালীন পরিচালক অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম। রবিবার (২ জুন) আন্তর্জাতিক বিষয়ক পরিচালকের সম্মেলন কক্ষে ওই দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ উন্নয়ন ও অর্থনীতি বিভাগের প্রধান ও আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. মনজুরুল ইসলাম। জানা যায়, অধ্যাপক তোফাজ্জল তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আগামী ২ বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। গত সোমবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো সিরাজুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অ্যানিম্যাল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. আবু সাদেক মো. সেলিম এর স্থলাভিষিক্ত হন তিনি। অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম বলেন, আমার যাবতীয় উদ্ভাবন ও আবিস্কারের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার আলোকে প্রজ্বলিত হবে বশেমুরকৃবি’র আন্তর্জাতিক বিষয়ক অঙ্গন। যার নিরিখে বশেমুরকৃবির যেকোনো গবেষণালব্ধ উদ্ভাবন নিরূপিত হবে আন্তর্জাতিক মানদণ্ডে। মেধা-মনন অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞানভিত্তিক গবেষণার উৎকর্ষ সাধনের এক উজ্জ্বল ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাই। বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের শতভাগ সফল ব্যবহার নিশ্চিত করে বশেমুরকৃবি হয়ে উঠবে বিজ্ঞানভিত্তিক পাঠদানের এক আদর্শ প্রতিষ্ঠান। উল্লেখ্য, ড. তোফাজ্জল ২০১৬ সালে গমে মহামারী সৃষ্টিকারী ছত্রাক জীবাণুর উৎপত্তিস্থল নির্ণয় করেন। এছাড়া এ জীবপ্রযুক্তিবিদ জিনোম এডিটিং, কৃষিতে ন্যানো প্রযুক্তি, বারমাসি কাঁঠাল ও ইলিশের অন্ত্রের জীবাণুর জীবন রহস্য উন্মোচন করেছেন। এছাড়া এ বিজ্ঞানী বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও বিশ্ব বিজ্ঞান একাডেমির নির্বাচিত ফেলো। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্নপদক, কমনওয়েলথ ইনোভেশন পুরস্কার, রোটার ফাউন্ডেশনের ভোকেশনাল এক্সিলেন্স পুরস্কার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক পুরস্কার, খাদ্য ও কৃষি পুরস্কার, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (ইউজিসি) পুরস্কার লাভ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

বশেমুরকৃবির আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ড. তোফাজ্জল

আপডেট সময় : ০৯:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

বাকৃবি প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক)পদে দায়িত্ব গ্রহণ করেছেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই)-এর প্রতিষ্ঠাকালীন পরিচালক অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম। রবিবার (২ জুন) আন্তর্জাতিক বিষয়ক পরিচালকের সম্মেলন কক্ষে ওই দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ উন্নয়ন ও অর্থনীতি বিভাগের প্রধান ও আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. মনজুরুল ইসলাম। জানা যায়, অধ্যাপক তোফাজ্জল তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আগামী ২ বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। গত সোমবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো সিরাজুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অ্যানিম্যাল সায়েন্স এন্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. আবু সাদেক মো. সেলিম এর স্থলাভিষিক্ত হন তিনি। অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম বলেন, আমার যাবতীয় উদ্ভাবন ও আবিস্কারের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার আলোকে প্রজ্বলিত হবে বশেমুরকৃবি’র আন্তর্জাতিক বিষয়ক অঙ্গন। যার নিরিখে বশেমুরকৃবির যেকোনো গবেষণালব্ধ উদ্ভাবন নিরূপিত হবে আন্তর্জাতিক মানদণ্ডে। মেধা-মনন অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞানভিত্তিক গবেষণার উৎকর্ষ সাধনের এক উজ্জ্বল ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাই। বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের শতভাগ সফল ব্যবহার নিশ্চিত করে বশেমুরকৃবি হয়ে উঠবে বিজ্ঞানভিত্তিক পাঠদানের এক আদর্শ প্রতিষ্ঠান। উল্লেখ্য, ড. তোফাজ্জল ২০১৬ সালে গমে মহামারী সৃষ্টিকারী ছত্রাক জীবাণুর উৎপত্তিস্থল নির্ণয় করেন। এছাড়া এ জীবপ্রযুক্তিবিদ জিনোম এডিটিং, কৃষিতে ন্যানো প্রযুক্তি, বারমাসি কাঁঠাল ও ইলিশের অন্ত্রের জীবাণুর জীবন রহস্য উন্মোচন করেছেন। এছাড়া এ বিজ্ঞানী বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও বিশ্ব বিজ্ঞান একাডেমির নির্বাচিত ফেলো। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি স্বর্নপদক, কমনওয়েলথ ইনোভেশন পুরস্কার, রোটার ফাউন্ডেশনের ভোকেশনাল এক্সিলেন্স পুরস্কার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক পুরস্কার, খাদ্য ও কৃষি পুরস্কার, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন (ইউজিসি) পুরস্কার লাভ করেছেন।