স্টাফ রিপোর্টার: যশোরের চৌগাছা উপজেলা হাজরাখানা বলুর মেলা থেকে ভূয়া হিজড়া সেজে অশ্লীল নৃত্য করার দায়ে ৪ যুবককে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা থানার এসআই (নিঃ) মেহেদী হাসান মারুফ ও এসআই (নিঃ) উত্তম কুমার মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ মেলায় ডিউটিরত অবস্থায় এ অভিযান পরিচালনা করেন। আটককৃতরা হলো—
১। মো. শামীম হোসেন (২০), পিতা- আদিল উদ্দিন, সাং- হাজীপুর মুন্দিয়া।
২। লিমন হোসেন (১৯), পিতা- আব্দার বিশ্বাস, সাং- হাজীপুর মুন্দিয়া।
৩। মো. রিফাত (১৯), পিতা- মো. আরিফ, সাং- আগমুন্দিয়া।
৪। সম্রাট হোসেন (২১), পিতা- মোকছেদ, সাং- কাশিপুর, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ।
ঘটনার বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনকে অবহিত করা হলে তিনি এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনজনকে ৫ (পাঁচ) দিনের এবং অপর একজনকে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.