রিয়াজ মিয়া, রূপগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতেই শিশু তামিম হত্যা। এ ঘটনায় মেহেদী হাসান মুন্না নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১) জুলাই উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, শিশু তামিম হত্যার ঘটনায় মেহেদী হাসান মুন্না নামের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান মুন্না হত্যার ঘটনার স্বীকারোক্তি দিয়েছে। সে জানায় মোবাইল পর্নোগ্রাফি দেখে তামিমকে বলাৎকার করে। পরে শিশু তামিম বলাৎকারের বিষয়টি তার পরিবারকে জানিয়ে দিবে বলে তাকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা শিশু তামিমকে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.