মোঃ সাখাওয়াত হোসেন, ক্রাইম রিপোর্টার, রাণীশংকৈল:-
সোমবার (১৯ আগস্ট) বিকেলে পৌর শহরের চৌরাস্তা থেকে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে র্যালি ও আনন্দ মিছিল করা হয়েছে। প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ নুর বিন আলিফ, সহ-সভাপতি পান্না বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, মমতাজ আলী মাষ্টার প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.