বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত দিবস পালিত হয়েছে যশোরে

- আপডেট সময় : ০৬:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি: দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ৯ টায় জেলা জজ আদালত আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় আদালত চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।