বরেন্দ্র টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অবকাঠামো তৈরি করা অতি জরুরি
- আপডেট সময় : ০৬:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী,স্টাফ রিপোর্টার,রাজশাহী:
চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন সদর থানার অন্তর্ভুক্ত বরেন্দ্র টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে টি কারিগরী শিক্ষায় ব্যাপক ভুমিকা পালন করে আসছেন। কিন্তু এই কলেজের অতি পুরোনো অবকাঠামো দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। জানা যায় যে এই কলেজের সক্রিয় নিষ্ঠাবান অধ্যক্ষ মহোদয়, সহকারী শিক্ষক গণ এবং কর্মচারী গণ শুরু থেকেই কারিগরি শিক্ষার উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের প্রতি নিজেদের দায়িত্ব নিষ্ঠার সাথে সঠিক ভাবে সুনামের সহিত পালন করে আসছেন। কলেজ টি স্থাপিত হয় ২০০৪ সালে, EIIN নাম্বার ১৩২৩৩৬।
আজ হঠাৎ সরেজমিনে অত্র কলেজে সংবাদ কর্মী হিসেবে গিয়ে দেখা যায় যে শিক্ষক দের উপস্থিতি ছিল শতভাগ এবং কলেজের প্রতি সকলের আগ্রহ ছিল পর্যাপ্ত পরিমাণে। ছাত্রদের ক্লাশে উপস্থিতি ছিল অনেক ভালো। মোট শিক্ষার্থীদের সংখ্যা সন্তোষজনক এবং প্রতিবছর পাশের হার যথেষ্ট। কিন্তু দেখা যায় যে কলেজের অতি পুরোনো টিনের ছাউনি দেওয়া ঘরগুলো ভেঙে চুরে জরাজীর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। কলেজের নামকরণ সহ প্রধান গেটও দেখা যায় না। কিছুটা ভালো রুমে শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা যায়। অবকাঠামোর অভাবে কলেজের একাডেমিক দপ্তর, অধ্যক্ষের রুম, অফিস রুম, ক্লাস রুম, মেয়েদের কমন রুম সব কিছুতেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ কে। কলেজে রয়েছে খেলার মাঠ, প্রয়োজনীয় জমি এবং কলেজের চারপাশ সবুজ সমারোহে মনোরম পরিবেশে আচ্ছাদিত। কলেজ টি প্রধান সড়কের পাশে অবস্থিত। কলেজটির বড় সমস্যা শুধু একটাই তা হলো অবকাঠামোর অভাব। তাই এই কলেজের অধ্যক্ষ মহোদয়, সহকারী শিক্ষক গণ, শিক্ষার্থী- অভিভাবক, কর্মচারী গণ, কলেজ এলাকার জনসাধারণ সকলেই কারিগরি শিক্ষার উন্নয়নে তথা অত্র কলেজের শিক্ষার সার্বিক উন্নয়নে নতুন অবকাঠামো তৈরির জন্য বিনয়ের সহিত জোর দাবি করেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, কারিগরি অধিদপ্তর বরাবর সহ যথাযথ কর্তৃপক্ষের নিকট।




















