বরিশাল বিভাগীয় ক্রাইম রিপোর্টার:-
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক কিশোরীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে বিভাগে চলতি বছর এ পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু হলো। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুঠিয়া কাঠি গ্রামের ইসরাত জাহান (২০), বরগুনা জেলার বালিয়াতলী ইউনিয়নের চারপাড়া গ্রামের চাঁন মিয়া ও বরগুনা সদর উপজেলার থানা পাড়া এলাকার ঘোসাই দাস মারা যান। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ১২৪ রোগী ভর্তি হয়েছেন।এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩২৪ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১০০, পটুয়াখালীতে ১৮, পিরোজপুরে ৭, বরগুনায় ১৯৩ ও ঝালকাঠিতে ছয়জন রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৪৮৬ রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ১৫৫ জন। এদিকে চলতি বছর পুরো বিভাগে ৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন ও বরগুনায় ৫ জন মারা যান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.