বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

- আপডেট সময় : ১২:১৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান রানা,ঝালকাঠি প্রতিনিধি।
বাংলাদেশ দলিল লেখক সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৫ এর মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ১০টায় পিরোজপুর জেলার মঠবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিস চত্বরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল “৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ সংগঠন”।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব এম. এ. রশিদ। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব কে. এস. হোসেন টমাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল হক মিয়া, যুগ্ম মহাসচিব এস. এম. আয়নাল হক এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মোঃ জাকির হোসেন মিনু ও মোঃ রুহুল আমিন খান প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম আকন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান।
সম্মেলনের শেষপর্বে বরিশাল বিভাগীয় দলিল লেখক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে পুনরায় মোঃ আমিনুল ইসলাম আকন, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ মিজানুর রহমান মিজান এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে ঝালকাঠি জেলার রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মোঃ নূর হোসেন (পান্নু) নির্বাচিত হন।
সম্মেলনে বরিশাল বিভাগের প্রতিটি জেলা ও উপজেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এই সম্মেলন দলিল লেখকদের অধিকার রক্ষায় সংগঠনের ঐক্য, সচেতনতা ও নেতৃত্বকে আরও সুদৃঢ় করেছে বলে সকলেই আশা প্রকাশ করেন।