বরিশাল এয়ারপোর্ট থানায় দুইশ’ পিচ ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার
আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশাল গোপন সংবাদের ভিত্তিত্বে এয়ারপোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুইশ’ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে। শুক্রবার দুপুরে বিএমপি’র মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সকালে এয়ারপোর্ট থানার উত্তর রহমতপুর এলাকার মন্টু মিয়ার হোটেল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এসময় দুইশ’ পিচ ইয়াবাসহ বিক্রেতা সালাম মাঝিকে (৫২) গ্রেপ্তার করা হয়। সে (সালাম) মুলাদী উপজেলার তেরোচর গ্রামের আলাল মাঝির ছেলে। অভিযান পরিচালনা করা থানার এসআই মোঃ মেহেদী হাসান জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.