বরিশালে স্বামী হত্যার বিচার চেয়ে সড়কে ঘুড়ে ঘুড়ে মাইকিং করছেন স্ত্রী।
জমি বিরোধকে কেন্দ্র করে স্বামী দেবপ্রসাদ কর্মকারকে হত্যার ঘটনায় গ্রেফতার আসামির বিচার চেয়ে বরিশালের সড়কে মাইকিং করেছেন নিহতের স্ত্রী শাবানা কর্মকার।
বুধবার (৬ মার্চ) শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও আদালতপাড়াসহ নগরীর গুরুত্বপূর্ণ একাধিক সড়কে ঘুড়ে ঘুড়ে হ্যান্ডমাইক নিয়ে মাইকিং করেন তিনি। ঘটনার ৩ বছর পর প্রধান আসামি গ্রেফতার হওয়ায় প্রধানমন্ত্রীসহ জনসাধারণের কাছে স্বামী হত্যার বিচার চান তিনি।
এর আগে ২০২১ সালের ৪ মার্চ নিখোঁজ হন দেবপ্রসাদ মজুমদার। নিখোঁজের ৪ দিন পর বাড়ি থেকে ২ কিলোমিটার দূরের একটি বাগানে তার অর্গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে এলিজাবেথ কর্মকার বাদী হয়ে ২০২১ সালের ২২ এপ্রিল বরিশালের আগৈলঝাড়া থানায় একটি মামলা করেন। সেই মামলায় গত ৪ মার্চ ঢাকা থেকে গ্রেফতার হন প্রধান আসামি ফিরোজ ভাট্টি। ফিরোজ আগৈলঝাড়ার বাকলা গ্রামের কাদের ভাট্টির ছেলে।
নিহতের স্ত্রী শাবানা কর্মকার বলেন, নিহত দেবপ্রসাদ কর্মকার ও একই এলাকার কাদের ভাট্টির ছেলেদের সাথে ১৯৭১ সাল থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। সেই ঘটনায় জেরে নিখোঁজ হন দেবপ্রসাদ মজুমদার। নিখোঁজের ৪ দিন তার লাশ উদ্ধার হয়। এই ঘটনায় একাধিক ছায়া তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে প্রধান আসামিকে গ্রেফতার করলেও আসামি প্রভাবশালী হওয়ায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.