 
    
বরিশাল ক্রাইম রিপোর্টার:বরিশালে মশাল মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে নগরীর ফিশারি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এয়ারপোর্ট থানার ওসি মো. আল মামুন উল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহিন শেখ (৪০) বরিশালের বানারীপাড়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের আবদুস সালাম শেখের ছেলে ও বর্তমানে সুরভী পেট্রোল পাম্প সংলগ্ন একটি বাসার ভাড়াটিয়া। সে (শাহিন) বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক।
অপর গ্রেপ্তারকৃতরা হলো-বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার আনোয়ার হোসেন তালুকদারের ছেলে ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন অপু তালুকদার (১৯)। বানারীপাড়ার চাখার ইউনিয়নের দরিকর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে যুবলীগ কর্মী সজিব হাওলাদার (৩৭) এবং নগরীল ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম চহঠা এলাকার কাঞ্চন আলী হাওলাদারের ছেলে আওয়ামী লীগের সদস্য সাকির হোসেন সনেট (৩৮)।ওসি আরও জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে গ্রেপ্তারকৃতরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.