বরিশালে ট্রলি খালে পড়ে চালক নিহত

- আপডেট সময় : ১১:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশালের মেহেন্দিগঞ্জে ট্রলি খালে পড়ে সুমন হাওলাদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আলী আশরাফ জানিয়েছেন।সুমন মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চর খাককাটা গ্রামের মৃত জলিল হাওলাদারের ছেলে।
আলী আশরাফ জানান, ট্রাক্টর ট্রলি (স্থানীয় ভাষায় হামজা) চালিয়ে মেহেন্দিগঞ্জের ধুলিয়া মধ্য চর থেকে পাতারহাট বন্দরের উদ্দেশে আসছিলেন সুমন।পথিমধ্যে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকার খাদ্য গুদাম এলাকায় পৌঁছালে রাস্তার পাশে খাদে চাকা পড়ে ট্রলি উল্টে খালে পড়ে যায়। এতে ট্রলিচালক সুমন নিচে চাপা পড়েন।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, হাসপাতালে নেওয়ার পর ট্রলিচালক সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।