বরিশালে চরমোনাই দরবার শরীফের ৩ দিনব্যাপী মাহফিল শুরু।
বরিশালের চরমোনাই দরবার শরীফের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হচ্ছে ২৮ শে ফেব্রুয়ারী বুধবার।
বাদ জোহর উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।দেশ বিদেশের মুসল্লিদের উপস্থিতিতে বয়ান করেন দেশের খ্যাতনামা আলেমগণ।দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় মাহফিল মাঠে ওলামা সম্মেলন এবং তৃতীয় দিন শুক্রবার সকালে ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে।
আগামী শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ৩ দিনব্যাপী মাহফিল শেষ হবে। এবার মাহফিলে আগতদের জন্য ৬টি মাঠ প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে মাঠের বেশিরভাগ মুসল্লিতে ভরে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.