আশরাফ উদ্দিন বরিশাল বিভাগীয় প্রতিনিধি:
বরিশাল নগরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে নগরের বগুড়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘরের বাসিন্দা আল আমীন ও তার স্ত্রী ঘর তালাবদ্ধ করে সন্তানকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলেন।এ সময় স্থানীয়রা সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম দৈনিক বাংলাদেশের চিত্রকে বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হন।আগুনে একটি ঘর পুড়ে গেলেও আশপাশের ২০টি ঘরে আগুন ছড়িয়ে পড়েনি। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.