আশরাফ উদ্দিন বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার জিহাদুল কবির জানান, সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। যেখানে নির্ধারিত আছে ছয়শ পুলিশ সদস্য সেখানে মোতায়েন থাকবে ১২শ পুলিশ। ৪০টি মোবাইল টিম কাজ করবে ভোটের দিন। প্রতিটি ইউনিয়নে বসানো হয়েছে চেকপোস্ট।বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, বাকেরগঞ্জ উপজেলার দ্বিপাঞ্চলের ১৫টি কেন্দ্রকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানকার ১১৩টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৭৩টি। নির্বাচনে কোনো সহিংসতা বরদাস্ত করা হবে না।
বরিশাল সদর ও বাকেরগঞ্জে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ ৮ মে। দুই উপজেলায় ভোটার ৭ লাখ ৬৯ হাজার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.